০১।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
০২।জরুরী বিভাগ সেবা:- দিবা-রাতি ২৪ ঘন্টা জরুরী বিভাগ খোলা থাকে এবং আগত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
০৩।জরুরী প্রসুতি সেবা:- দিবা রাতি ২৪ ঘন্টা ইওসি সেবা প্রদান করা হয়।
ক। গর্ভবতী পরিচর্যা
খ। প্রসূতিসেবা
০৪।ভর্তিযোগ্য রোগীদের অন্ত:বিভাগে ভর্তি ও চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
০৫।অন্ত:বিভাগেসেবাঃ- অন্ত:বিভাগেদিবারাতি ২৪ ঘন্টা সেবা প্রদান করা হয়।
০৬।বর্হিবিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
০৭।একটি ডেন্টাল ইউনিট এর মাধ্যমে বহির্বিভাগ দন্তসেবা প্রদান করা হয়।
০৮।ভর্তি রোগীদের বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সাধারণ ও মেজর অপারেশন সেবা ।
০৯।প্যাথলজি পরীক্ষাওএক্সরে সেবাঃ- হাসপাতালে আগত ও ভর্তি রোগীদের প্রয়োজনীয় প্যাথলজিওএক্সরে পরীক্ষা করা হয়।
১০। ভর্তি রোগীদের তিন বেলা বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়।
১১।ডায়রিয়া রোগী সেবা:- ডায়রিয়া রোগীদের জন্য ও আর টি কর্নার চালু আছে।
১২।আইএমসিআই সেবাঃ-অসুস্থ শিশুর সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা আইএমসিআই কর্নার চালু আছে।
১৩।ইপিআই কার্যক্রমের আওতায় সপ্তাহে দুই দিন মা ও শিশুদের প্রতিষেধক টিকা দেওয়া হয়।
১৪।জাতীয়যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষা রোগীদের কফ পরীক্ষারজন্য কফ কালেকশন করা হয়। স্বাস্থ্য কর্মীর সরাসরি তত্ত্ববধানে(ডটস)যক্ষা ও কুষ্ঠরোগের চিকিৎসা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।
১৫।আর্সেনিক আক্রান্তরোগী সনাক্তকরণ এবং চিকিৎসা প্রদান করা হয় ।
১৬।স্বাস্থ্য শিক্ষাঃ- বহির্বিভাগে ও আন্তঃবিভাগে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষাদেওয়া হয়।
১৭।নারী বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয় ।
১৮।শিশু বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয় ।
১৯।স্কিলড বার্থ অ্যাটেনডেন্টদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
২০।আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকার্যক্রম পরিচালনা করা হয়।
২১।আগত রোগীদের মধ্যে দেশীয় ভেষজ চিকিৎসাকে জনপ্রিয় করার লক্ষ্যে ভেষজ চিকিৎসাওপ্রদান করা হয়।
২২।বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবংস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকেরেফার্ডকৃত রোগীদের গুরুত্বসহকারে স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং প্রয়োজনবোধেকোন কোনরোগীকে জেলা সদর হাসপাতালেরেফার করা হয়।
২৩।সরবরাহস্বাপেক্ষে ঔষধসমূহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়।তবে চিকিৎসারপ্রয়োজনেকোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতেহতেপারে।
২৪।বিভিন্ন ওয়ার্ড/বিভাগে মজুদ ঔষধের তালিকা,প্রদানকৃত সেবাসমূহের তালিকা,সেবা প্রদানকারীচিকিৎসকের তালিকা টানানো আছে ।
সেবা গ্রহিতার কর্তব্যঃ-
সেবা প্রদান কারীগন সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্যমূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস